দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বললেন বেলিংহ্যাম

138

বুধবার ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে এই রিয়াল তারকা বলেন, ‘আমি আপত্তিকর কিছু বলিনি, আমি আমার সতীর্থরা যা বলেছে তার থেকে আলাদা কিছু বলিনি এবং আমি মনে করি যে আমি নতুন বলে তারা আমাকে দিয়ে উদাহরণ তৈরি করতে চায়। লা লিগার ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়ানোর সময় অশ্লীল ভাষা ব্যবহার করায় রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহ্যামকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে এই নিষেধাজ্ঞা মানতে পারছেন এই ইংলিশ ফুটবলার। এই নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেলিংহ্যাম। বেলিংহ্যাম আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমার কাজের জন্য আমাকেই দায়ী হতে হবে এবং আমি গর্বিত নই। তবে আমি মনে করি এর জন্য দুটি ম্যাচ কিছুটা হাস্যকর, তবে যদি এটা দুটি ম্যাচ হয় তবে আমাকে আমার দায়িত্ব নিতে হবে এবং আমি গ্যালারি থেকে উল্লাস করব। উল্লেখ্য, লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। ম্যাচের যোগ করা সময়ে হেড থেকে গোল করেন বেলিংহ্যাম। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে রেফারির বাঁশি। ফলে গোলটি বৈধ হিসেবে বিবেচনা করা হয়নি। এ সময় রিয়াল খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরলে বেলিংহ্যাম গালি দেন।