দুই মাসের ব্যবধানে ভারতে আরেকটি মিগ-২৯ বিধ্বস্ত
ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। খবর এনডিটিভি’র সোমবার ৪ নভেম্বর উত্তর প্রদেশের আগ্রার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুই মাসের মধ্যে এটি ভারতের দ্বিতীয় মিগ-২৯ বিধ্বস্তের ঘটনা। ভিডিও ফুটেজে দেখা গেছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে গিয়ে বিমানটিতে আগুন জ্বলছে। স্থানীয় লোকজন জড়ো হয়ে জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি মিগ-২৯ বিমান আজ রুটিন প্রশিক্ষণ চলাকালীন আগ্রার কাছে ‘সিস্টেমে ত্রুটি’র কারণে বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।সোভিয়েত রাশিয়ার তৈরি মিগ-২৯ একটি চতুর্থ জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট। ১৯৮৭ সালে এটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যেটি বিধ্বস্ত এটি ফাইটার জেটটির আপগ্রেডেড ভার্সন ‘মিগ-২৯ ইউপিজি’। দুই মাস আগেও ভারতে মিগ-২৯ বিমান দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে রাজস্থানের বারমেরে একটি মিগ-২৯ যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিধ্বস্ত হয়। সেখানেও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।