দুই বছর নিষিদ্ধ হতে পারেন মেসি!

326

নিজ দেশে অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছে ব্রাজিল। কিন্তু সেমিফাইনাল থেকেই শুরু হয়েছে বাজে রেফারিং নিয়ে বিতর্ক। ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে হেরে আর্জেন্টিনার জার্সি গায়ে শিরোপা স্বপ্ন আরেকবার বিসর্জন দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচ হেরে রেগেমেগে ব্রাজিলের বিরুদ্ধে দুর্নীতি করে কোপা জেতার অভিযোগ তুলেছেন। শান্ত স্বভাবের মেসির এমন রুদ্রমূর্তি বিরল দৃশ্য। এই কারণে তাকে নিষিদ্ধও করা হতে পারে!

‘ব্রাজিলকে শিরোপা জেতানোর জন্যই এই আয়োজন করা হয়েছে’ – মেসির এমন মন্তব্যে বেজায় চটেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যে কারণে বেশ বড়সড় ঝামেলায় পড়তে যাচ্ছেন লিওনেল মেসি। কারণ, কনমেবলের আচরণবিধিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে, সংস্থা কিংবা এর কোনো কর্মকর্তাকে অসম্মান করে কোনো বিবৃতি দেওয়া যাবে না। এই বিধি লংঘন করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার কথাও লেখা আছে।