দুই দিনে বাংলাদেশের প্রয়োজন ৪৭১ রান

91

বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১৩ রানের টার্গেট দিয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৪ রানে অল আউট হয় ভারত। ৪০৪ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। পূজারা ও শুভমন গিলের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ভারত। ফলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১৩ রান। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। অন্যদিকে জয়ের জন্য ১০ উইকেট প্রয়োজন ভারতের।