দীর্ঘ ৮ মাস শূণ্য থাকার পর, চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশবিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

দীর্ঘ প্রায় ৮ মাস পদ শূণ্য থাকার পর চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো: সফিকুল বারী। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার এবং জনসংযোগ কর্মকর্তা মুসা বাপ্পি জানান, গত ২২ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখা) সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেষ্ট্রি এন্ড এনভায়ারনমেন্টের অধ্যাপক ড. মো: সফিকুল বারীকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর গত ১ জুলাই ড. মো: সফিকুল বারী ঢাকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডে যোগদানপত্র জমা দেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান ক্যাম্পাসে তাঁকে বরণ করে নেয়া হয়।


এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড এবং এক্সিম ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো: নজরুল ইসলাম (স্বপন)। বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড সদস্য হাবিবুল্লাহ ডেনর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং আমিনুল ইসলাম,এক্সিম ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আমিন ফারুক, খন্দকার মামুন, এস এম রেজাউল করিম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ, এক্সিম, ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ক্যাপ্টেন (অব:) জিয়াউল আহসান,ভারপ্রাপ্ত রেজিষ্টার ড.মাহাবুবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডীন,বিভাগীয় প্রধানগণ সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মূখে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০২৪ সালের ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানকে অব্যহতি প্রদান করে। এরপর থেকেই এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় উপাচার্য শূণ্য ছিল।