দীপিকার রাইড শেয়ারিংয়ে শুধু নারীরাই কাজ পাবেন

234

নারীদের নিরাপত্তা নিয়ে এবার ভাবতে শুরু করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই কারণেই এ অভিনেত্রী চালু করছেন অনলাইন ক্যাব সার্ভিস। যেখানে নারীরা দিনে কিংবা রাতে গাড়ি চাইলে তা অনায়াসে পেয়ে যাবেন।

শুধু তাই নয়, ওই ক্যাব সার্ভিস নারী চালক দিয়েই চালানো হবে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। সম্প্রতি ভারতের ব্লু স্মার্ট ক্যাব সার্ভিসপ্রধান পুনিত গয়ালের সঙ্গে যোগাযোগ করেন দীপিকা। পুনিত গয়ালের হাত ধরেই নতুন করে ওই ক্যাব সার্ভিস শুরু করতে চলেছেন দীপিকা। এ ছাড়া ব্যবসা শুরুর আগেই পুনিত গয়ালের সংস্থায় প্রায় ৩০ লাখ রুপি বিনিয়োগ করেন দীপিকা পাড়ুকোন। সেই অনুযায়ী, বিষয়টি নিয়ে কাজও শুরু করে দিয়েছেন পুনিত। তবে রাস্তায় গাড়ি নামানোর আগে আরও ৫০ লাখ রুপি দীপিকাকে দিতে হবে বলে জানিয়েছেন পুনিত। এদিকে অনলাইন ক্যাব সার্ভিসের পাশাপাশি সিনেমায় প্রযোজনার কাজও শুরু করেছেন দীপিকা। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত ‘ছপাক’। পরিচালক মেঘনা গুলজারের এই সিনেমার প্রযোজক হিসেবে রয়েছে দীপিকা পাড়ুকোনের নাম। ‘ছপাক’-এর পাশাপাশি ৮৩-এর সহপ্রযোজক হিসেবেও নাম রয়েছে দীপিকার।