দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। আজ দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে তিনি শপথ গ্রহণ করেন। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির অতিশী মারলেনার পর রেখা গুপ্তা হলেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতের যে কয়টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, তার মধ্যে একমাত্র দিল্লিতেই রয়েছে তাদের নারী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ছয় বিধায়ক। তারা হলেন-পরভেশ ভার্মা, মনজিন্দার সিং সিরশা, কপিল মিশ্র, আশীষ সুদ ও পঙ্কজ কুমার সিং রাবিন্দার সিং।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিজেপি শাসিত একাধিক রাজ্যর মুখ্যমন্ত্রী।সম্প্রতি বিধানসভার নির্বাচনে দিল্লি শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯,৫৯৫ ভোটে জয়লাভ করেছিলেন ৫০ বছর বয়সী রেখা। তার প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন আপ প্রার্থী বন্দনা কুমারী ও কংগ্রেস প্রার্থী প্রবীণ কুমার জৈন।

বুধবার রাতেই তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে দলের হাইকমান্ড। এত বড় এক দায়িত্ব দেওয়ার পরই দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন রেখা। এবারই প্রথম বিধানসভার নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন বিজেপির এই নারী নেত্রী। আর প্রথমবারেই বাজিমাত রেখার। উল্লেখ্য, প্রায় ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। সম্প্রতি বিধানসভার নির্বাচনে দিল্লিতে ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে জয় পেয়েছিল। আম আদমি পার্টি (আপ) জয় পেয়েছিল ২২ আসনে। বিজেপির এই বিপুল জয়ের পরেই মনে করা হচ্ছিল কোনো নারী বিধায়ককে মুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে।

এবারের নির্বাচনে নারী ভোটারদের কাছে টানতে একাধিক কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলীয় নির্বাচনি ইশতেহারে। যার মধ্যে অন্যতম নারীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা, গর্ভবতী মহিলাদের এককালীন ২১ হাজার রুপি প্রদান, সিনিয়র মানুষদের পেনশন প্রদান ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি প্রমুখ।