Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

দিবালা হতে পারে মেসি-রোনালদো-নেইমারের সমকক্ষ

পাওলো দিবালার মাঝে অপার সম্ভাবনা দেখছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। এ মৌসুমে দুর্দান্ত শুরু করা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারের সমকক্ষ হতে পারবে বলে বিশ্বাস ইউভেন্তুস কোচের।
সেরি আয় শনিবার রাতে কিয়েভোর বিপক্ষে ইউভেন্তুসের ৩-০ ব্যবধানের জয়ে বদলি নেমে শেষ গোলটি করেন দিবালা। প্রথমমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছিলেন গনসালো হিগুয়াইন।লিগের এ আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতেই গোল করলেন দিবালা। কাইয়ারিকে হারিয়ে লিগ শুরুর ম্যাচে এক গোল করার পর জেনোয়ার জালে হ্যাটট্রিক করেছিলেন তিনি।দিবালার প্রশংসায় পঞ্চমুখ আল্লেগ্রি বলেন, “দিবালা অনেক উন্নতি করছে। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর নেইমারের সঙ্গে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে যা দরকার তার সবকিছুই আছে তার।”ইউভেন্তুস তাদের পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার মুখোমুখি হবে। ২৩ বছর বয়সী দিবালাকে পেতে কাতালান ক্লাবটি আগ্রহী বলে সংবাদমাধ্যমে গুঞ্জন আছে।আল্লেগ্রি অবশ্য তার দলেই দিবালার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন।”ইউভেন্তুসেই তার ভবিষ্যত এবং তাতে আমি খুব খুশি।”

Exit mobile version