দিনব্যাপী জব ফেয়ারে চাকরি পেলেন ৫০ জন

‘কারিগরি শিক্ষা নিলে-দেশ বিদেশে কর্ম মিলে, একটাই লক্ষ্য— হতে হবে দক্ষ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জব ফেয়ারে চাকরি পেয়েছেন ৫০ জন। আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ মেলার আয়োজন করে। জেলার অন্যতম কারিগরি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খানম। এতে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সূচনা বক্তব্য দেন— শিক্ষাপ্রতিষ্ঠানটির রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক।
বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, কারিগরি শিক্ষা এমন এক শিক্ষা যে, চাকরির পেছনে শিক্ষার্থীদের ছুটতে হয় না, চাকরিই তাদের খুঁজে বের করে। তার প্রমাণ আজকের জব ফেয়ারে প্রাণসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দক্ষ শিক্ষার্থীদের চাকরি দিতে এখানে ছুটে এসেছে। কাজেই মন দিয়ে লেখাপড়াটা শেষ করতে পারলেই চাকরি নিশ্চিত।
জব ফেয়ারে ১০টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যোগ্যতানুসারে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা ৫০ জনকে প্রাণ গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান চাকরিতে নিয়োগ দেয়। পাশাপাশি আরো ৫০ জনের আবেদন নেয়া হয়, যাদেরকে পরবর্তীতে চাকরি দেয়া হবে বলে জানানো হয়।