দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সাঁতার ফেডারেশনের কাউন্সিলর খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজন, ফানসুর রহমানসহ অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উঠে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ও পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি। জয়ী হয় আইডিয়াল ক্রিকেট গার্ডেন। প্রথমে ব্যাট করতে নেমে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ৯৮ রান করে। জবাবে পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি ৪৬ রানে গুটিয়ে যায়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।