Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

দাসত্ব ও মানবপাচারের বিরুদ্ধে লড়াই প্রকল্পের আওতায় স্থানীয় স্টোক হোল্ডারদের সাথে নেটওয়ার্কিং সভা

চাঁপাইনবাবগঞ্জে দাসত্ব ও মানবপাচারের বিরুদ্ধে লড়াই প্রকল্পের আওতায় স্থানীয় স্টোক হোল্ডারদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শহরের বিশ্বরোডে অবস্থিত গন উন্নয়ন কেন্দ্রের আঞ্চলিক অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। উইনড্রোক ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, এই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তানিয়া তাসমিন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এফএসটিআইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুরুল ইসলাম, প্রজেক্ট অফিসার শরিফুল ইসলাম মুকুল, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক সাহানা বেগম, যুব উন্নয়ন সমিতির সভাপতি শহিদুল ইসলাম, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী ও মোমেনা ফেরদৌস সহ অন্যরা। সভায় বাল্যবিয়ের কুফল ও বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় আলোচনা হয়।

Exit mobile version