দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন ঐশ্বর্য

320
attends the Premiere of "Youth" during the 68th annual Cannes Film Festival on May 20, 2015 in Cannes, France.

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হিসেবে খ্যাত দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। উমাঙ কুমারের ‘সর্বজিৎ’ ছবিতে দলবীর কৌরের চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি এ খেতাব অর্জন করেন।
শুক্রবার মুম্বাইয়ের ‘সেইন্ট অ্যান্ড্রু’স কলেজের অডিটরিয়ামে এক সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এ ছাড়াও এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী হেমা মালিনী, সংগীশিল্পী ফাল্গুনী পাঠক ও কমেডিয়া রাজু শ্রীবাস্তব। সূত্রটি আরও জানিয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোহনীরূপে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। ওই সময় তিনি নীল রঙের অ্যা¤্র্বয়ডারির গাউন খোলা চুলে পরেছিলেন। সেই সঙ্গে কানে পরেছিলেন ঝুলানো দুল ও হাতে ব্রেসলেইট ও আংটি। প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার।