দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি
পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছে দক্ষিণ ভারতের তামিল ছবির চিত্রতারকা ও রাজনীতিবিদ থালাপাথি বিজয়। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে এই ইফতার পার্টি দিয়েছিলেন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এর প্রতিষ্ঠাতা চিত্রতারকা বিজয়। তার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে।
জানা গেছে, শুক্রবার সারাদিন রোজা রেখেছিলেন দক্ষিণ ভারতের ওই সুপারস্টার। পরে সন্ধ্যায় রোজা ভাঙার আগে উপস্থিত সকলের সাথে নামাজেও অংশ নিতে দেখা যায় সাদা শার্ট ও স্কাল টুপি পরিহিত অভিনেতাকে।
বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে।
পরিচালক বেঙ্কট প্রভুর অ্যাকশন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT) শেষবার অভিনয় করতে দেখা গেছে বিজয়কে। ওই ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন প্রশান্ত, প্রভু দেবা, মোহন, আজমল আমির, বৈভব, স্নেহা, লায়লা, মীনাক্ষী চৌধুরীকে। বিজয়ের পরবর্তী ছবি ‘জন নয়াগন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক এইচ বিনথের এই ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়ল, প্রকাশ রাজ’এর মত অভিনেতা অভিনেত্রীরা। আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।