Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

দক্ষতা উন্নয়নে প্রয়াসের ২৮ কর্মকর্তার দুই দিনের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যোগ কৌশল সম্প্রসারণ, আর্থিক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরো ২৮টি ইউনিটের ইউনিট ম্যানেজারগণকে ধারাবাকিভাবে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আজ সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে সংস্থাটির নকীব হোসেন মিলনায়তনে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে। এ বিষয়ে ইউনিট প্রধানদের আরো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচিসহমূহকে সফল বাস্তবায়নের লক্ষে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণটি সমন্বয় করছেন কর্মসূচি ব্যবস্থাপক (প্রশিক্ষণ) আব্দুস সালাম। প্রশিক্ষণে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পণ্য এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন প্রয়াসের সহকারী পরিচালক তাজেমুল হক, ক্ষুদ্র উদ্যোগ ঋণ সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা করেন কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ক্ষুদ্র উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও তত্ত্বাবধান নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জোনপ্রধান আবুল কালাম আজাদ এবং জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন আব্দুস সালাম ও মনজিলা আক্তার। আগামীকাল বিকেল ৫টায় এই ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে।

Exit mobile version