থুতু দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ মায়ামির তারকা সুয়ারেজ
লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়লেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। সিয়াটল সাউন্ডার্সের স্টাফ সদস্যের ওপর থুতু নিক্ষেপ করায় তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি।
গত রোববার অনুষ্ঠিত ফাইনালে মায়ামিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জেতে সাউন্ডার্স। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সতীর্থ ও কোচরা মিলে সুয়ারেজকে ধরে রাখতে বাধ্য হন। এ সময়ই প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ছুড়ে বসেন উরুগুইয়ান তারকা।
শুধু সুয়ারেজই নয়, মায়ামির আরও দুজন খেলোয়াড়ের শাস্তি হয়েছে। মিডফিল্ডার সার্জিও বুসকেটস সাউন্ডার্সের তরুণ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি মারায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর ডিফেন্ডার তোমাস আভিলেসকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করেছে কমিটি।
অন্যদিকে, সাউন্ডার্স কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টকেও পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লিগস কাপের নিয়ম ভঙ্গ করায়।
আয়োজক কমিটির বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া চারজনের প্রত্যেককেই জরিমানাও দিতে হবে এবং এসব নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসরগুলোতে কার্যকর হবে, যতদিন না সম্পূর্ণ মেয়াদ শেষ হয়। একইসঙ্গে এমএলএস চাইলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
তবে এ শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। কারণ, লিগস কাপ প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত হয়। অর্থাৎ, ২০২৬ আসরে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। এদিকে সুয়ারেজ ও বুসকেটসের মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষেই শেষ হচ্ছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন সুয়ারেজ। তিনি লিখেছেন, “ম্যাচ শেষে অতিরিক্ত উত্তেজনা ও হতাশার মুহূর্তে কিছু ঘটেছে যা হওয়া উচিত ছিল না। তবে তাতেও আমার আচরণের সাফাই মেলে না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এটা সেই ছবি নয় যা আমি আমার পরিবার, ক্লাব বা সমর্থকদের সামনে তুলে ধরতে চাই।”
পরবর্তীতে ইন্টার মায়ামিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা লিগস কাপ ফাইনালের পর ঘটে যাওয়া সব ধরনের অশোভন আচরণকে নিন্দা জানাচ্ছে।