Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

থামানো যাবে না মেসিকে

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লিওনেল মেসিকে থামানো অসম্ভব হয়ে উঠতে পারে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন চেলসি ফরোয়ার্ড আলভারো মোরাতা। স্ট্যামফোর্ড ব্রিজে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ২০ ফেব্রুয়ারি বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি।
এবারের মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছে বার্সেলোনা। ৭ পয়েন্টের ব্যবধানে লা লিগার শীর্ষে আছে তারা। নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনাল। তাই, ছন্দহীন চেলসির বিপক্ষে কাতালান ক্লাবটিকেই ফেভারিট মনে করছেন অনেকে। দারুণ ফর্মে আছেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এরইমধ্যে ২৭ গোল করে ফেলেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার অধিনায়ককে আটকানোকে চেলসির জন্য কঠিন এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় মোরাতা। “মেসিকে থামানো যাবে না। আমরা যদি এখানে ভালো একটা ফল পেতে চাই তাহলে জায়গা নিয়ে রক্ষণাত্মক খেলা খেলতে হবে। যতটা সম্ভব তাদের অসুবিধায় ফেলানোর চেষ্টা করতে হবে।”

Exit mobile version