থাইল্যান্ডে পরামর্শ নিতে সাকিব

257

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ত্রিদেশীয় সিরিজে দুয়েকটি ম্যাচ খেলতে না পারেন সাকিব আল হাসান। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক। তাই অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে গেছেন থাইল্যান্ডে।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট তাকে বাইরে রেখেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য ফিরেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে সময় আছে আরও ৮ দিন। এরপরও সাকিবকে নিয়ে শঙ্কার কথা শোনান বোর্ড প্রধান নাজমুল হাসান। জানান, প্রথম এক-দুই ম্যাচ নাও খেলতে পারেন বাঁহাতি অলরাউন্ডার। সোমবার রাতে থাইল্যান্ডে গেছেন সাকিব। মঙ্গলবার দুই জন অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট আছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। “সাকিব গত রাতে থাইল্যান্ড চলে গেছে। বিশেষজ্ঞের মতামত নেওয়ার জন্য। আজকে থাইল্যান্ডে দুই জন অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট রয়েছে। এরপর সে ফিরে আসবে। আশা করছি ও দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবে।”
২ মার্চ শুরু হবে ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ৪ মার্চ কলম্বোয় যাবে দল।