থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা বাংলাদেশের

জর্ডানে ত্রিদেশীয় সিরিজ শেষ করে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাগজ-কলমের শক্তিতে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করে ফিরেছে তারা। আগামীকাল থেকে আবারও অনুশীলন শুরু করবেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। চলতি মাসে জুনের শেষ দিকে মিয়ানমারে নারী এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে যাবে দল। ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ, বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারকে নিয়ে ‘সি’ গ্রুপের খেলা শুরু হবে ২৯ জুন। প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ বাহরাইন। মিয়ানমারের এই গুরুত্বপূর্ণ মিশন সামনে রেখে বাংলাদেশের জন্য আরও দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। আজ সেই আভাস দিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, আমরা চেষ্টা করছি মিয়ানমার যাওয়ার আগে দল থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।