ত্রয়োদশ বার্ষিকীতে দুর্লভ ফুটেজে বার্সার স্মরণ

440

বার্সেলোনায় লিওনেল মেসির অভিষেকের ত্রয়োদশ বার্ষিকীতে অ্যাকাডেমিতে তার বেড়ে ওঠার সময়ের কিছু দুর্লভ ফুটেজ অনলাইনের সামাজিক মাধ্যমে দিয়েছে কাতালান ক্লাবটি।
৩০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি বার্সেলোনার মূল দলে প্রথমবার খেলতে নেমেছিলেন ২০০৪ সালের ১৬ অক্টোবরে এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে।
সেই থেকে বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন ২৯টি বড় ট্রফি; নিজে রেকর্ড পাঁচবার জিতেছেন বর্ষসোর পুরস্কার। হয়েছেন বার্সেলোনা, আর্জেন্টিনা ও লা লিগার রেকর্ড গোলদাতা।
মূল দলে খেলার আগে বার্সেলানার লা মাসিয়া অ্যাকাডেমিতেই সবার নজর কেড়েছিলেন মেসি। বলা হয়, সিনিয়র খেলোয়াড়রা তখনকার কোচ ফ্রাঙ্ক রাইকার্ডকে তাগাদা দিচ্ছিলেন তাকে মূল দলে নেওয়ার।
অ্যাকাডেমিতে যুব দলের সঙ্গে মেসির দিন কাটানোর এই ফুটেজেও দেখা যায় তার পায়ের জাদুতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাজেহাল হওয়ার চেনা দৃশ্য।