ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা আগামীকাল

507

আগামীকাল পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনটি সারাদেশের মতো ধর্মীয় ভাবগাম্ভির্য আর পশু কোরবানির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জেও উদযাপন করা হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার ঈদগাহ ময়দান গুলোতে নামায আদায়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুত করেছে স্বস্ব ঈদগাহ পরিচালনা কমিটি। তবে বৃষ্টিপাত হলে পার্শ্ববর্তী মসজিদ গুলোয় ঈদের নামাজ আদায় করবেন মুসুল্লিরা। এদিকে দেশের বিভিন্নস্থানে কর্মরত এই জেলার বাসিন্দারা অনেকেই পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য ইতোমধ্যে নিজনিজ বাড়িতে ফিরে এসেছেন এবং অনেকেই আসছেন। অন্যদিকে জেলা প্রশাসক মাহমুদুল হাসান জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ এবং ধার্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসাধারণের নিরাপত্তা এবং কোরবানির চামড়া পাচার প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সরকারি শিশু পরিবারসহ অন্যান্য এতিমখানা, জেল খানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এবং জেলা প্রশাসক মাহমুদুল হাসান তদারকি করবেন বলে তিনি জানান। অন্যদিকে খালঘাট সেন্ট্রাল ঈদগাহের সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বেঞ্জু জানান, খালঘাট সেন্ট্রাল ঈদগাহে সকাল পৌনে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে সকাল ৮টায়, নামোশংকরবাটী হেফজুল উলম ঈদগাহে সকাল ৭টায়, আলীনগর ইদগাহে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। অপর দিকে, শিবগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, ঐতিহাসিক সোনামসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, শাহবাজপুর-মুসলিমপুর ঈদগাহ মাঠে সকাল পৌনে ৮ টায়, নুর মসজিদ ময়দানে সকাল সাড়ে ৭ টায়। একইসাথে নাচোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে, নাচোল রেলস্টেশন ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, কসবা ইউপির খান্দুরা ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে এবং নেজামপুর ঈদগাহ মাঠে সকাল ৮ টায়, ফতেপুরের খলসী মাঠে ৬ টা ৪৫ মিনিটে প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে। খান্দুরা ঈদগাহ মাঠে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা ক্যাম্পাস ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, নাচোল বাজার ঈদগাহ মাঠে পৌরমেয়র আব্দুর রশীদ ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ঈদগাহ ময়দান গুলোতে ঈদের নামাজ আদায় করবেন মুসুল্লিরা।