তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরান খান

71

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে তোষাখানা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারের এক দিন পর বুধবার তাকে অভিযুক্ত করা হলো। ইসলামাবাদ পুলিশ লাইনে অস্থায়ী আদালতে ইমরানকে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে এই অস্থায়ী আদালত তৈরি করা হয়। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরান খানের বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার চেয়েছিল। গত বছর ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতাদের দায়ের করা একটি রেফারেন্সের ভিত্তিতে এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইসিপি।

রেফারেন্সে অভিযোগ করা হয়েছে, ইমরান খান ক্ষমতায় থাকাকালে বিদেশ থেকে পাওয়া উপহার তোষাখানা থেকে বিক্রি করে যে আয় গ্রহণ করেছেন তার বিবরণ ‘ইচ্ছাকৃতভাবে গোপন’ করেছেন।