Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

তৃপ্তির ঢেকুর তুলে আরও ভালো করার কথা জানালেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই প্রথমবার সুপার টুয়েলভে তারা দুটি ম্যাচ জিতেছে। সেই সঙ্গে আরও দুটি ক্লোজ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হারিয়েছে। তারপরও দেশে ফিরে তৃপ্তির ঢেকুর তুললেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এই বিশ্বকাপে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আগামী বিশ্বকাপে ভালো করার আশাবাদও জানিয়েছেন তিনি।

 টুর্নামেন্টে শান্ত দুটি আর লিটন দাস একটি ফিফটি করেছেন। বাংলাদেশের আর কেউ ব্যাট হাতে সেভাবে কিছুই করতে পারেননি। বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমকে শান্ত বলেন, ‘আমার মনে হয় বোলিং বিভাগ খুব ভালো ছিল। খুব ভালো করেছে প্রত্যেকটা ম্যাচ। আরেকটা জিনিস, আমরা দল হিসেবে ক্রিকেট খেলেছি। সবাই একসঙ্গে ছিলাম, একজনের খারাপ সময় সবাই পাশে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে প্রথম বিশ্বকাপ হিসেবে আমি এই জিনিসটা অনুভব করেছি।’

Exit mobile version