তৃতীয় দিন শেষে ৩০৭ রানে পিছিয়ে বাংলাদেশ

285

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস হার এড়াতে পাহাড় সমান লক্ষ্য সামনে রেখে লড়ছে বাংলাদেশ। সেই লড়াইয়ে আজ শনিবার তৃতীয় দিনের খেলা শেষে চার উইকেটে ১৭৪ রান করেছে তারা। তাই ছয় উইকেট হাতে রেখে এখনো ৩০৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। বিশাল রানে পিছিয়ে থাকা বাংলাদেশের পক্ষে সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। তবে ৮৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর এলোমেলো হয়ে গেছে সব। মাত্র ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান। অপরদিকে সাদমান করেন ৩৭ রান। নের খাতা খোলার আগেই বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দুই অঙ্ক ছূঁতে পারেননি মুমিনুলও। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার জুটি বাঁধেন। এই দুজন পঞ্চম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন। সৌম্য ৩৯ ও মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এর আগে শনিবার ভোররাতে আগের দিনের চার উইকেটে ৪৫১ রান নিয়ে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। এদিন ছয় উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে তারা। এতে ইনিংস হার এড়াতে ৪৮১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে জিত রাভাল ও টম লাথাম আগের দিন সেঞ্চুরি করেন। আগের দিন ৯৩ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন আজ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।