01713248557

sm@radiomahananda.fm

LIVE
LIVE

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে; যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২৭ আগস্ট মস্কোতে সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে ‘সমস্যা সৃষ্টি’ করতে চায়।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে, আগুন নিয়ে খেলা চলছে- আর তারা (পশ্চিমা বিশ্ব) ছোট বাচ্চাদের মতো দেশলাই নিয়ে খেলছে। একটি বা অন্য আরেকটি পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্র হাতে থাকা বয়স্ক চাচা-চাচিদের জন্য এটি খুবই বিপজ্জনক।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমেরিকানরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কের আলোচনাকে এমন কিছু হিসাবে বিবেচনা করে যে, সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন। আর যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিয়াভাবে ভোগাবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।’

ইউক্রেনের সেনারা গত ৬ আগস্ট রুশ ভূখণ্ড কুরস্কে ঢুকে পড়ে। এরপর সাত দিনেই কুরস্কের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন। বর্তমানে ইউক্রেন ১০০ রুশ বসতি এবং ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার এলাকা (৫০০ বর্গমাইল) দখলে নেওয়ার দাবি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ায় ঢুকে এটিই ইউক্রেনের সেনাদের চালানো সবচেয়ে বড় হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।