তুর্কি সীমান্তে ইরাকের সেনা মোতায়েন

238

তুরস্কের ইরাকি সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে দেশটির সরকার। তাদের দাবি, দেশের সীমান্ত রক্ষা ও সহিংসতা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের মন্ত্রণালয়ের পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বলা হয়, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তে নিরাপত্তা জরুরি। ওই বৈঠকের নেতৃত্ব দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি তুর্কি সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে ইরাকি আকাশসীমা তুরক্স লঙ্ঘন করেছে কি না।
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওর্য়ার্কাস পার্টির বিরুদ্ধে প্রায়ই আকাশ ও স্থল অভিযান চালায় তুরস্ক। বিগত কয়েকমাস ধরে তুরস্ক এই অভিযানের মাত্রা জোরালো করেছে এবং কুর্দিস্তানের কান্দিলে অভিযান চালানোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।