তুরস্কের প্রথম হিজাবি সৈনিককে প্রশিক্ষণ শেষে সম্মাননা

72

প্রথম হিজাবি নারী হিসেবে তুরস্কের মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন মুবেরা ইজতার্ক। গত ৩১ আগস্ট তুরস্কের চিফ অব স্টাফ জেনারেল ইয়াসার গুলার ইস্তাম্বুলে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে লেফটেন্যান্ট ইজতার্ককে বিশেষ সম্মাননা প্রদান করেন।

লেফটেন্যান্ট মুবেরা ইজতার্ক সফলভাবে পুরো প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি সহপাঠীদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেন।

২০১৭ সালে তুরস্কের সশস্ত্র বাহিনী (টিএসকে)-এর নারী অফিসার, নন -কমিশন অফিসার ও ক্যাডেটদের ওপর থাকা হিজাব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০০৭ সাল থেকে তুরস্কে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টা শুরু করে।

২০১০ সালে বিশ্ববিদ্যালয় থেকে হিজাব নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়। এরপর ২০১৩ সালে সরকারি কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়। ২০১৬ সালে বিচার বিভাগ ও পুলিশের ওপর থেকে হিজাব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।