তীব্র বাতাসের পূর্বাভাস, দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ইতোমধ্যে কিছু এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে তা জানা যায়নি। এরই মধ্যে আবারও তীব্র বাতাসের বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
রোববার (১২ জানুয়ারি) এই খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লস অ্যাঞ্জেলেসে বিকেলের মধ্যে উত্তর বা উত্তর-পূর্ব দিকের বাতাস ঘণ্টায় ৯৬ থেকে ১১২ কিলোমিটার পর্যন্ত গতিতে প্রবাহিত করতে পারে। এই বায়ু প্রবাহিতকে ‘সান্তা আনা’ বায়ু হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে, দাবানলের শুরুতে যে ধরনের বায়ু প্রবাহিত হয়েছিলো, ঠিক সেরকম বায়ু প্রবাহিত হতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও একটি সান্তা আনা বাতাস প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।