তিন হাজার রানের ক্লাবে দ্বিতীয় দ্রুততম হোপ

100
Shai Hope of West Indies plays a shot during the 2nd ODI between India and the West Indies held at the ACA-VDCA Stadium, Visakhapatnam on the 18th December 2019. Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

দারুণ ফর্ম নিয়ে এগিয়ে চলেছেন শাই হোপ। মাঠের লড়াইয়ে হাতের ব্যাট হাসানো যার কাছে কোনো ব্যাপারই নয়। ক্রিকেট ময়দানের সেই রোমাঞ্চকর অভিযাত্রায় নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবিয়ান এ তারকা ক্রিকেটার। একদিনের ক্রিকেটে ছুঁয়ে ফেললেন তিন হাজার রানের মাইলফলক।

দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিন হাজার রানের ক্লাবে নিজের নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের হোপ। এই তালিকায় তার আগে রয়েছেন কেবল হাশিম আমলা।

কটাকে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪২ রানের ইনিংস খেলে তিন হাজার রান পূর্ণ করেন হোপ।

বিদায়ী বছর দাপুটের সঙ্গে পার করছেন শাই হোপ। ৬১.১৩ গড়ে ২৬ ইনিংসে সংগ্রহ করেছেন ১৩৪৫ রান। সঙ্গে রয়েছে চারটি শতক ও আট ফিফটি। ম্যাচে জয়ের জন্য ভারতের সামনে ৩১৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে উইন্ডিজ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরান (৮৯) ও কাইরন পোলার্ডের (৭৪) দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রান সংগ্রহ করে সফরকারীরা।