তিনশ ছাড়ানো টার্গেট পেল বাংলাদেশ

164
ইংল্যান্ডের বিপক্ষে পৌনে তিনশ রানেরও বেশি টার্গেট পাওয়ার পর আজ উইন্ডিজের কাছ থেকেও তিনশ ছাড়ানো টার্গেট পেল বাংলাদেশ। টনটনে বাংলাদেশের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২১ রান। বাংলাদেশের বিপক্ষে টানা ৬ষ্ঠ পঞ্চাশোর্ধ ইনিংস খেলা শাই হোপ ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন আরও দুই ব্যাটসম্যান। মাশরাফি বিন মুর্তজার কিপ্টে বোলিংয়ের পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান আর মোহাম্মদ সাইফউদ্দিন। টনটনে টস জিতে ফিল্ডিংয়ে নেমেই বল হাতে আগুন ঝরান অধিনায়ক মাশরাফি। ক্রিস গেইলকে করা প্রথম ওভারটি মেডেন দেন তিনি। রান তুলতে রীতিমতো সংগ্রাম করছিল দুই ক্যারিবীয় ওপেনার। ক্রিস গেইল ১৩ বল খেলে একটি রানও করতে পারেননি! শেষ পর্যন্ত দলীয় ৬ রানে সাইফউদ্দিনের বলে ক্রিস গেইলের ক্যাচ দুর্দান্তভাবে লুফে নেন মুশফিকুর রহিম। এমন অবস্থায় দলের হাল ধরেন অপর ওপেনার এভিন লুইস এবং শাই হোপ। ৫৯ বলে ফিফটি করেন এভিন লুইস। দুজনের জুটিতে তখন ১১৬ রান এসে গেছে। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব। তার ঘূর্ণিতে বদলি ফিল্ডার সাব্বিরের তালুবন্দি হন ৬৭ বলে ৭০ করা এভিন লুইস। এরপর ৭৫ বলে বাংলাদেশের বিপক্ষে টানা ৬ষ্ঠ ফিফটি করেন শাই হোপ। উইকেটে এসে রানের জন্য ছটফট করছিলেন নিকোলাস পুরান (২৫)। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। লং অন থেকে দারুন ক্যাচ নেন সৌম্য সরকার। বিধ্বংসী শিমরন হেটমায়ার উইকেটে এসেই তাণ্ডব শুরু করেন। হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র ২৫ বলে। শেষ পর্যন্ত এই মারকাটারি ব্যাটসম্যানকে তামিম ইকবালের তালুবন্দি করেন মুস্তাফিজ। ক্রিস গেইলের মতো আরেক ভয়ংকর হার্ডহিটার আন্দ্রে রাসেলও ‘ডাক’ মারেন আজ। মুস্তাফিজুর রহমানের বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়েন এই দানবীয় ব্যাটসম্যান।