তাসকিনদের হারিয়ে প্লে-অফের পথে মোস্তাফিজের দুবাই

বল হাতে মোস্তাফিজুর রহমান ও ওয়াকার সালামখিলের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্সের দারুণ ব্যাটিংয়ে শারজাহ ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এল মোহাম্মদ নবির দল, যা তাদের প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে দিল। দুবাইয়ে আজ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিং ও আফগান স্পিনার ওয়াকার সালামখিলের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানেই থমকে যায় শারজাহর ইনিংস। মোস্তাফিজ ১টি উইকেট শিকার করে টুর্নামেন্টে নিজের মোট উইকেট সংখ্যা ১৫-তে নিয়ে গেছেন। এক পর্যায়ে উইকেট সংখ্যায় তিনি সালামখিলের সমান হলেও, পরে সালামখিল আরও ২ উইকেট নিয়ে (মোট ১৭ উইকেট) শীর্ষস্থানটি নিজের দখলে রাখেন। ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় দুবাইকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স। শায়ান ৫১ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন কক্স। শেষ পর্যন্ত ৫০ বলে ৬১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। সহজ জয়ের পথে থাকা দুবাইকে ১৮তম ওভারে কিছুটা চাপে ফেলেছিলেন শারজাহর বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ওই ওভারের প্রথম বলে চার হজম করলেও দ্বিতীয় বলেই লুইস ডু প্লয়কে সাজঘরে ফেরান তিনি। টানটান উত্তেজনার সেই ওভারে মাত্র ৫ রান দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন তাসকিন। তবে ১৯তম ওভারে সব হিসাব পাল্টে দেন টিম সাউদি। ওই এক ওভারেই ১৮ রান তুলে নিয়ে শারজাহর জয়ের আশা কার্যত শেষ করে দেয় দুবাই। শেষ ওভারের প্রথম বলে তাসকিনকে ছক্কা মেরে রোভম্যান পাওয়েল দলের জয় নিশ্চিত করেন। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় দুবাই।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে টানা হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই (৬ নম্বর) পড়ে রইল শারজাহ ওয়ারিয়র্স।