তার পোশাকই যেন শাঁখের করাত

88

‘বেশরম রং’ গানে বিকিনি-মনোকিনি পরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অশ্লীলতাসহ নানা অভিযোগ উঠেছে এই গানের বিরুদ্ধে। বিতর্ক মাথায় নিয়েই ফিফা বিশ্বকাপের চূড়ান্ত আসরে যোগ দিতে কাতারে উড়ে যান এই নায়িকা।

গতকাল রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফুটবলের এই বিশ্ব মঞ্চে স্প্যানিশ তারকা ফুটবলার ইকার ক্যাসিয়াসের হাত ধরে প্রবেশ করেন দীপিকা পাড়ুকোন। লক্ষ্য— বিশ্বকাপ আনবক্স করা। তারপর দুজনে মিলেই বক্স থেকে মহামূল্যবান ট্রফি বের করেন এই দুই তারকা।

সবকিছু ছাপিয়ে সবার নজর এখন দীপিকার পোশাকে। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর এই পোশাক তৈরি করেছে। এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু নেটিজেনদের একাংশ দীপিকার পোশাক নিয়ে কটাক্ষ করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ‘ব্যাগের ভেতরে কেন দীপিকা?’ একজন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘এটি দীপিকার পোশাক নয়।’ আরেকজন লিখেছেন, ‘রণবীর সিংয়ের পোশাক পরেই চলে গেছেন দীপিকা।’

এ পরিস্থিতিতে নেটিজেনদের কেউ কেউ বলছেন— বিকিনি পরলেও দোষ আবার ঢিলেঢালা পোশাক পরলেও দোষ। দীপিকার পোশাক যেন শাঁখের করাত।