তামিমকে ধন্যবাদ জানিয়ে যা বললো বিসিবি
কিছুদিন আগেও চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে তামিমকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব অনিশ্চয়তা দূর করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। দেশের ‘সবচেয়ে সুন্দর’ ওপেনিং ব্যাটার উল্লেখ করে তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে তামিমের জন্য বার্তা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবি লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। আইকনিক সেঞ্চুরি থেকে অগণিত অবিস্মরণীয় স্মৃতি, ক্রিকেটভক্তদের মনে আপনার লিগেসি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।