তানোরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

রাজশাহীর তানোর চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি গোদাগাড়ীর কসিয়া এলাকার মৃত আফসর আলীর ছেলে নাইমুল। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আরাজি এক্তারপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এসময় মাদক আইনে একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত নাইমুলকে আটক করা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।