তরুণ শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের দূত : স্পিকার

245

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের দূত। তরুণরাই ইতিবাচক পরির্তন এনে গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ। মঙ্গলবার ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, তরুণ প্রজন্ম ভবিষ্যতে নেতৃত্ব দেবে। উদ্ভাবনী কৌশল এবং গবেষণাকর্মের মাধ্যমে বিশ্বকে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বের প্রত্যেক নাগরিক তথ্য-প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। তরুণ প্রজন্মকে বিশ্বে নেতৃত্ব দিতে তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে আহ্বান জানান তিনি। শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্বে বাংলাদেশ আজ দ্রুত অগ্রসরমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূলে সকল সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ১০ বছরে দারিদ্র্যের হার ৪০ থেকে ২২ শতাংশে নেমে এসেছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, বয়স্ক ও বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার। রপ্তানি আয়, রিজার্ভ ও রেমিট্যান্সসহ সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ়। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ হবে।