তরুণরা বেশি মারা যাচ্ছে ডেঙ্গুতে
দেশজুুড়ে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬২ হাজার ১৯৯ জন। ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছে ৩০০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৬ থেকে ৩০ বছর বয়সিরা। একইভাবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে এই বয়সি রোগীরাই। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ইমেরিটাস ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, তরুণরা তুলনামূলক ডেঙ্গুজ্বরে বেশি আক্রান্ত হয়। কারণ বাড়িতে যদি মশা না-ও থাকে তবু পড়াশোনার জন্য কিংবা কাজে বা ঘুরতে বাইরে বেশি থাকায় মশা কামড়ানোর ঝুঁকি থাকে। এভাবে তরুণরা বেশি আক্রান্ত হয়। ধরন বদলে জটিল হয়ে উঠেছে ডেঙ্গু। অনেক রোগীই দ্রুত শকে চলে যায় এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায়। ফলে বেশি আক্রান্ত হওয়ায় তরুণদের মৃত্যুহারও বেশি। শিশু ও বয়স্ক রোগীদের ডেঙ্গু হলে ঝুঁকি বেশি থাকে। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা, জ্বরের সঙ্গে পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত টেস্ট করতে হবে। ডেঙ্গু পজিটিভ হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে নিজে নিজে ওষুধ কিনে সেবন করা যাবে না। ডেঙ্গু আক্রান্ত হলে পানি, জুস, তরলজাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।