ঢাকায় আমি আসছি দেখা হবে বাদশাহ

46

আগামী ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) অনুষ্ঠিত হবে টেকনো মিউজিক ফেস্ট। এখানেই গাইবেন বাদশাহ। একটি মোবাইল ফোনসেটের নতুন মডেল লঞ্চিং উপলক্ষে ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় ভারতীয় র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশাহ। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। তিনি কনসার্টের নাম ও ভেন্যু উল্লেখ্য করে ভিডিওতে বলেন, ‘আমি আসছি। দেখা হবে বন্ধুরা। এই শিল্পীর আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। তবে সবাই তাঁকে চেনেন বাদশাহ হিসেবেই। তিনি হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত। বাদশাহ এরই মধ্যে তাঁর বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রেটি হিসেবে তিনি ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ জন সেলিব্রেটির তালিকায় স্থান পেয়েছেন। এতে মূল মঞ্চে বাদশাহর সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিউজিক ইন্ড্রাস্টির স্বনামধন্য কয়েকজন জনপ্রিয় গায়ক। এ তালিকায় আছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়। লাইনআপটি শ্রোতাদের মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে সুরের মোহে আচ্ছন্ন করবে।