ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে চিয়াংমাই
বাংলাদেশের জনবহুল শহর ঢাকার বাতাসের মানে ছুটির দিনেও কোনো উন্নতি নেই। তারই ধারাবাহিকতায় আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে ১৮৮ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে থাইল্যান্ডের শহর চিয়াংমাই। এছাড়াও একই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৭৬ এবং ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি।