ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে
চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। আজ সকালেও বায়ুদূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার। সকাল ৯টা ৩০ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ঢাকার একিউআই স্কোর ১২২। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৩৮। এই মাত্রা নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।