ঢাকার উন্নয়ন মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা উৎসবে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীদের উপস্থাপনা

282
ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত উন্নয়ন মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা উৎসবে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীদের উপস্থাপনা সবার মন জয় করেছে। তাদের মন কাড়া উপস্থাপনার জন্য পুরস্কৃতও হয়েছে সংগঠনটি। প্রয়াস ফোক ফিয়েটার ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, পিকেএসএফের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে উন্নয়ন মেলা। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পর্ব। পিকেএসএফের সহযোগী ২৫০ টি সংস্থার মধ্যে ১০ টি তাদের সাংস্কৃতিক উপস্থাপনার সুযোগ পেয়েছে। তার মধ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাংস্কৃতিক সংগঠন প্রয়াস ফোক ফিয়েটার ইনস্টিটিউট অন্যতম।

আজ সন্ধ্যায় সংগঠনটির মূল উপস্থাপনা ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা। এছাড়াও ছিল ‘আমি বাংলায় গান গাই’ গানের সঙ্গে কোরিওগ্রাফি এবং মনিষা পারভীনের কণ্ঠে ‘ওকি গাড়িয়াল ভাই গানটি। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের ৩০ হাজার টাকা তুলে দেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এ সময় পিকেএসএফর ব্যবস্থাপনা পরিচালক মইন উদ্দিন আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।