ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি

ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার তথ্য জানালো সরকার। এর আগে ওএইচসিএইচআর এর পক্ষ থেকে এ খবর জানানো হয়। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া, আজ দুপুরে প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রেক্ষিতে জবাবদিহিতা ও সংস্কারের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।