ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরুর আগেই জমে উঠেছে তারকাদের অদলবদল। আর সেই জমজমাট প্রস্তুতির প্রথম বড় চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা সরাসরি চুক্তিতে দলে টেনেছে জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদকে, যিনি গত মৌসুমেই ছিলেন রাজশাহীর হয়ে বিপিএলের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একজন। তাসকিন ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন গত আসরে। দুর্বার রাজশাহীর হয়ে একাই যেন পুরো বোলিং আক্রমণ সামলেছিলেন তিনি। বিপিএলের আসছে মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে, যেখানে এবার অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ও কাঠামো ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও দলের নাম অপরিবর্তিত থাকবে।