ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রামে ৭৮ জন, ঢাকার বাইরের এলাকায় ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩ জন, ঢাকা উত্তরে ৩৬ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, ময়মনসিংহে চার জন, রংপুরে পাঁচ জন এবং সিলেটে দুই জন রয়েছেন। এই সময়ে ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১২ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন। ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। তার আগের বছর, ২০২৩ সালে, রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।