ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত সিম-রিম বন্ধের নির্দেশ

458

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রি-পেইড, পোস্ট-পেইড সিম বা রিমের সংখ্যা সর্বোচ্চ ১৫টি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কেউ উক্ত সীমার বাইরে করপোরেট ব্যতীত অন্য সিম বা রিম নিবন্ধন করতে পারবেন না। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে যেসব গ্রাহক নির্দিষ্ট সীমার (১৫টি) বেশি সিম/রিম নিবন্ধন করেছেন তাদের অতিরিক্ত সিম/রিম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের সাহায্যে নিজ উদ্যোগে নিষ্ক্রিয় করতে হবে। এতে আরো বলা হয়, নির্দিষ্ট সীমার বাইরে অতিরিক্ত সিম/রিম বিটিআরসির নির্ধারিত নিয়ম অনুসারে বন্ধ করে দেওয়া হবে। যে কেউ *১৬০০১# ডায়াল করে নিজের জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের শেষ চার ডিজিট দিয়ে নিজের নামে নিবন্ধিত সিম/রিম সংখ্যা সম্পর্কে জানতে পারবেন।