Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ডিসেম্বরের মধ্যেই ফোর জি সুবিধা দেওয়া হবে জানিয়েছেন তারানা হালিম।

 

আগামী ডিসেম্বরের মধ্যেই ফোর জি ইন্টারনেট সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ সকালে সবিচালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথ জানান। প্রতিমন্ত্রী বলেন, আমরা নভেম্বরের শেষের দিকে  ফোর জির নিলাম শেষ করতে পারব। মোবাইল ফোন অপারেটররা  ফোর জি চালু করার জন্য উৎসাহিত ও প্রস্তুত রয়েছে। ফোর জি নিলামের মাধ্যমে সরকারের কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নাম্বার ওয়ান নেটওয়ার্ক অপারেটররা সতর্ক থাকবে। তারা মানসম্পন্ন সেবা দিতে সচেষ্ট থাকবে। তাই ফোর জি চালু করতে পর্যাপ্ত তরঙ্গ কেনার ক্ষেত্রে আর অবহেলার  কোনো সুযোগ নেই। ফোর জি প্রযুক্তির উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দুটি প্রকল্প একনেকে দুইবার অনুমোদন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

Exit mobile version