ডিসি-বিভাগীয় কমিশনারদের রিটার্নিং অফিসার নিয়োগ কেন অবৈধ নয় হাইকোর্ট

236

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার নিয়োগ কেনো অবৈধ নয় জানতে চেয়ে আদালত ৩ সপ্তাহের রুল জারি করেছেন। এদিকে, গত শনিবার নির্বাচনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অন্যদের রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর আগে বৃহস্পতিবার হাইকোর্টে দায়ের করা রিটে বলা হয়, বিভাগীয় কমিশনার, ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া সংবিধানের ১১৮, ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আরপিও এর ৬ অনুচ্ছেদের লঙ্ঘন।