ট্র্যাভিস হেডকে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

ট্র্যাভিস হেডকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু বক্সিংডে টেস্টের আগে তিনি পুরোপুরি ফিট আছেন। তাই তারকা এই ব্যাটসম্যানকে রেখেই বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে টেস্টটি। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘‘ট্র্যাভিস খেলতে প্রস্তুত। সে গতকাল ও আজকে বেশ কিছু জিনিস করেছে। তার কোনো ইনজুরি শঙ্কা নেই। সে পুরোপুরি ফিট হয়েই খেলতে নামবে। চলতি সিরিজে ব্যাট হাতে দারুণ করছেন হেড। ৮১.৮০ গড়ে রান করেছেন ৪০৯টি। দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।