ট্রাম্পের কঠোর সমালোচনা ইরানি মন্ত্রীর

254

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ্ গত রোববার যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বৈরী মন্তব্য ইরানের নতুন তেল ও গ্যাস চুক্তি বানচাল করে দিয়েছে। বিজান বলেন, ‘যারা ইরানের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প তাদের জন্য বাজারকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘গত এক বছর ধরে তিন চার/মাস পর পরই ট্রাম্প বাজার অস্থিতিশীল করতে চাইছেন।’ ইরানের মন্ত্রী বলেন, তেহরান এখন তেল ও গ্যাসক্ষেত্রে ‘২০টির বেশি বিদেশী কোম্পানির সঙ্গে’ কাজ করছে।