টেস্ট সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল

148

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে ১৮ সদস্যের শ্রীলঙ্কা দল।দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ হলে অনুশীলনে নামতে পারবেন লঙ্কান ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক দিন অনুশীলন করে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১৩ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ মে।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত বছর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। সিরিজের প্রথম টেস্টটি ড্র হলেও দ্বিতীয়টি জিতেছিল শ্রীলঙ্কা।