টেস্ট দলের ক্রিকেটাররা ফিরছেন ২ জুলাই

151

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের কাছে অ্যান্টিগায় ৭ উইকেটে ও সেন্ট লুসিয়ায় ১০ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। দুই ম্যাচেই ব্যাটাররা ডুবিয়েছেন বাংলাদেশকে।

পেস বোলিংয়ের সামনে নাকাল টাইগাররা অ্যান্টিগায় প্রথম ইনিংসে ১০৩, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে অলআউট হয়েছিল। বাকি দুই ইনিংসে স্কোরটা ২০০ পার হয়েছে। বিপর্যস্ত টেস্ট সিরিজ শেষে টেস্ট দলের ক্রিকেটাররা আগামী ২ জুলাই দেশে ফিরছেন। শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছে যাবেন মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদরা।

ক্যারিবিয়ান থেকে একই সঙ্গে ফিরছেন চার ক্রিকেটার। তবে জয়, খালেদ, রেজাউর রহমান রাজা ঢাকায় আসবেন। তাদের সঙ্গে ফ্লাইটে চড়লেও মুমিনুল হক দেশে আসছেন না এখনই। দুবাইয়ে কিছুদিন ছুটি কাটাবেন তিনি। ঈদুল আজহার আগে আগামী ৭ জুলাই ফিরবেন মুমিনুল।