টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট

140

অবশেষে টানা ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। তার নেতৃত্বে ইংলিশরা টানা ৫ টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর থেকেই তার ওপর নেতৃত্ব ছাড়ার জন্য চাপ বাড়ছিল। টেস্ট ইতিহাসে এমন টানা ব্যর্থতা ইংল্যান্ডকে কখনো দেখতে হয়নি। মূলত তীব্র সমালোচনার মুখেই অবশেষে সরে দাঁড়াতে হলো রুটকে। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ইংলিশ ক্রিকেট রুট-যুগের অবসান ঘটলো। ২০১৭ সালে দায়িত্ব নেয়ার পর টানা ৫ বছর নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতৃত্ব ছাড়ার পর রুট বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এটা।